ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভে মাউশির ডিজির পুষ্পস্তবক অর্পণ

রূপসী বাংলা ২৪.কম
ডিসেম্বর ১৪, ২০২৩ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদ চাঁদপুর সরকারি কলেজের বঙ্গবন্ধু স্মারক স্তম্ভে ১৩ ডিসেম্বর (বুধবার) দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মাউশির পরিচালক (প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, প্রফেসর সোমেশ কর চৌধুরী (পরিচালক, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা), প্রফেসর ওয়াহিদুজ্জামান (উপ-পরিচালক, কলেজ-১), পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বিপুল চন্দ্র বিশ্বাস (উপ-পরিচালক), চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইকবাল উর রহিম, রূপক রায় (সহকারী পরিচালক, মাউশি)সহ আরো অনেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে ডিজি মহোদয় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। তিনি বর্তমান শিক্ষা কারিকুলাম বিষয়ে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: