চাঁদপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ৯ ডিসেম্বর ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৯-১৪ ডিসেম্বর) উদ্যাপন উপলক্ষে চাঁদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলা পর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজন।
সেবা সপ্তাহে মায়েদের পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা-৩ অর্জনে তথা মাতৃ ও শিশুমৃত্যু রোধে সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ কার্যকর ভূমিকা পালন করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।