ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

সেভ দ্যা হিউম্যানিটির বিশ্ব মানবাধিকার দিবস পালন

রূপসী বাংলা ২৪.কম
ডিসেম্বর ১০, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে সেভ দ্যা হিউম্যানিটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল ৯ ডিসেম্বর শনিবার মধ্যাহ্নে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক, এককালের সক্রিয় মানবাধিকার সংগঠক রোটাঃ কাজী শাহাদাত। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানবিক মূল্যবোধ যদি পক্ষপাতযুক্ত হয় তাহলে মানবাধিকার প্রতিষ্ঠা কার্যক্রম সহজ হবে না। সকলকেই মানবিক কাজে নিরপেক্ষতা বজায় রেখে এগিয়ে আসতে হবে এবং ন্যায়-অন্যায় বিচারবোধ জাগ্রত রাখতে হবে।
তিনি বলেন, ইচ্ছে করলেই ভালো কাজ করা সম্ভব নয়, যদি না তার ভালো মন মানসিকতা না থাকে। আমরা অনেকেই ভালো কাজ করার মানসিকতা নিয়ে কাজ শুরু করি, কিন্ত তা শেষ করতে পারি না। তিনি, কাজ শুরু করলেই হবে না, তা শেষ করার মানসিকতাও থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের সমাজে অনেক ভালো মানুষ রয়েছেন যারা জীবদ্দশায় মানবিক কল্যাণে, সমাজের উন্নয়নে অনেক অনেক ভালো কাজ করে গেছেন। কিন্তু তার মৃত্যুর পর এ সকল ভালো কাজ এগিয়ে নিয়ে যাবার মতো কোনো উত্তরসূরি তৈরি করে যাননি। ফলে তার রেখে যাওয়া মানবিক কাজগুলোতে কেউ আর অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসেনি। তিনি গুরুত্বারোপ করে বলেন, ভালো কাজ এগিয়ে নিতে আমাদেরকে যোগ্য উত্তরসূরি তৈরি করতে হবে। তা হোক সন্তান বা বন্ধু-বান্ধব থেকে যে কোনো ব্যক্তি। তিনি বলেন, ১৯৮৬ সাল থেকে একজন মানবাধিকার কর্মী ও সংগঠক হিসেবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আর কাজ করতে গিয়ে বুঝতে পারছি আমাদের সমাজে মানবাধিকার সংগঠনের কতো প্রয়োজন রয়েছে। অনেক মানুষ রয়েছে, যারা বিভিন্ন কারণে আইন বা আদালতের দ্বারপ্রান্তে উপস্থিত হতে না পেরে মানবাধিকার সংগঠনের দ্বারপ্রান্তে উপনীত হতো সমস্যা সমাধানের জন্যে। তাই মানবাধিকার কর্মীদের মানবিক হতে হবে। হতে হবে নিঃস্বার্থ চিন্তা-চেতনার অধিকারী। তাদের পক্ষপাতমূলক আচরণের মনোভাব থাকলে মানবতা লঙ্ঘিত হবে। তাদেরকে হতে হবে সৎ ও নির্ভীক। সংগঠনকে হতে হবে মানুষের আত্মবিশ^াসের নির্ভরযোগ্য স্থান। যদি তা সম্ভব হয় তাহলেই মানবাধিকার প্রতিষ্ঠিত হবে সর্বক্ষেত্রে। এক্ষেত্রে তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, আমি বিশ^াস করি মানবাধিকার সংগঠন সেভ দ্যা হিউম্যানিটি অধিকার বঞ্চিত মানুষের হয়ে কাজ করতে সক্ষম হবে। তিনি সংগঠনটির সফলতা কামনা করেন। তিনি বর্তমান সময়ে পুলিশের পাশাপাশি মানবাধিকার কর্মীদের কাজেরও প্রশংসা করেন এবং বিভিন্ন অজুহাতে বিভিন্ন দেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তারও তীব্র সমালোচনা করেন। তিনি ইসরাইলি অগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে বিশ^ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
সেভ দ্যা হিউম্যানিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা নূরুল ইসলাম কাউসারের সঞ্চালনায় নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন নবগঠিত চাঁদপুর জেলা কমিটির সভাপতি তৈয়ব মোঃ খান, উপদেষ্টা মোঃ শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, চাঁদপুর জেলা কো-অর্ডিনেটর মোঃ সোহেল রানা, বাগেরহাট জেলা কমিটির কো-অর্ডিনেটর শেখ আব্দুল জব্বার, মতলব পৌর কমিটির সোহেল আহম্মদসহ সংগঠনের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তৈয়ব মোঃ খানকে সভাপতি ও মাহবুব আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটির নাম ঘোষণা করেন এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রোটারিয়ান কাজী শাহাদাতসহ ৩ জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আলোচনা শেষে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের অবসান কামনা করে সেভ দ্যা হিউম্যানিটির নেতৃবৃন্দ রোটারী ক্লাব চত্বরে মানববন্ধন করেন। অংশগ্রহণকারীরা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং ইসরাইলি সেনাদের ফিলিস্তিনি শিশু হত্যাসহ হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানান। তারা মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: