চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ১৩তম কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।
৮ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ১২তম কার্যনির্বাহী কমিটির বর্ধিত বার্ষিক সাধারণ সভার পর সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইবনে আরমান, সাধারণ সম্পাদক হিসেবে ফাইনান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী হাসিবুর রহমান তুর্জয়, সাংগঠনিক সম্পাদক হিসেবে ফাইন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের আই এইচ ইমন এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ মুরাদ হোসেন, একই শিক্ষাবর্ষের মাইনুদ্দীন খান, মাহমুদুল হাসান আজিম, মোঃ নাঈম ইসলাম, পারভেজ হোসেন, মেহেদি হাসান আকাশ, আব্দুল্লাহ আল ফাহাত, সানজি খান, মোঃ নিজাম উদ্দিন ফরশ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১৯-২০ শিক্ষাবর্ষের ইলিয়াস রেজা, মিরাজ খান, জাবেদ হোসেন, আতুন্না জাহান তুসমি, নুর আলম জুয়েল, ফজিলাতুন্নেছা জুমা, সায়েম হাসান, ওমর ফারুক ও সানজিদা আমিন। অনুষ্ঠানটি দুটি অধিবেশনে আয়োজিত হয়। প্রথম অধিবেশনে ১২তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বার্ষিক আর্থিক হিসাব বিবরণী প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন ১২তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মাহফুজ আলম অনিক।
এরপর দ্বিতীয় অধিবেশনে ১৩তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভাপতি দিদারুল আলম সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, ৯ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি হাবিবুল হাসান, সহ-সভাপতি মোঃ শামীম মিজি, ১০ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, ১১তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোদাচ্ছের হোসাইন, সহ-সভাপতি ফরিদুল আলম স্মরণ।
নবনির্বাচিত সভাপতি ইবনে আরমান বলেন, ‘কৃতজ্ঞতা ও ভালোবাসা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের একঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের প্রতি, যারা নিজেদের সাংগঠনিক মুল্যবান ভালোবাসার জায়গায় আমাকে স্থান দিয়েছেন। সংগঠনটির ভ্রাতৃত্ববোধ, সৃজনশীল চিন্তা ও কর্মধারা অব্যাহত রাখতে সাবেক ও বর্তমান সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।’
নতুন সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান তুর্জয়, ‘সংগঠনের সার্বিক কার্যক্রমের গতিশীলতা উন্নয়নের মাধ্যমে সদস্যদের শিক্ষার অগ্রগতি বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সংগঠনটির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে যাব ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০১০ সালের ৩সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতি বছর চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চবির ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের যাতায়াত নির্দেশনা, পরীক্ষাকালীন সময়ে বিনামূল্যে থাকার ব্যবস্থা, অপরিচিত ক্যাম্পাসে চাঁদপুরের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়াসহ বিভিন্ন বিষয়ে ভ্রাতৃত্বসূলভ সহযোগিতা করে আসছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।