আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই পর্ব শেষ হবে আজ ৪ ডিসেম্বর। চাঁদপুর জেলার পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই হবে আজ। আজ সোমবার জেলা রিটার্নিং অফিসারের (জেলা প্রশাসক) কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে এই বাছাই কার্যক্রম শুরু হবে। সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে আসন ভিত্তিক বাছাই শুরু হবে। চাঁদপুর-১ আসন দিয়ে শুরু হবে বাছাই। শেষ হবে চাঁদপুর-৫ আসন দিয়ে।
বাছাইয়ে কারো মনোনয়ন বাতিল হলে আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলো ১৭ ডিসেম্বর। এরপর চূড়ান্ত প্রার্থীদের মাঝে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণায় নেমে যাবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
উল্লেখ্য, চাঁদপুর জেলার পাঁচটি আসনে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় প্রার্থী ছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছে প্রত্যেকটি আসনে। আর দল থেকে মনোনয়ন পেয়ে জমা দিয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি, বিএনএম, জাসদ, তৃণমূল বিএনপি, এনপিপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট। বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।