আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ অব্যাহত রয়েছে। ২৯ নভেম্বর বুধবার পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে গতকাল পর্যন্ত একজনও মনোনয়নপত্র জমা দেন নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন- মুহম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ), সাজ্জাদ রশিদ সুমন (জাতীয় পার্টি), ড. মোহাম্মদ শাহ্জাহান (বিএনএম), মোঃ সেলিম (তৃণমূল বিএনপি), আব্দুল কাদির তালুকদার (তৃণমূল বিএনপি), নূরুল ইসলাম বেপারী (জাকের পার্টি), ড. বাকি বিল্লাহ মিশকাত চৌধুরী (তরিকত ফেডারেশন), ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান (স্বতন্ত্র), সিআইপি জালাল আহমেদ (স্বতন্ত্র), সামসুন বিনতে হক (স্বতন্ত্র) ও আব্দুল গনি (স্বতন্ত্র)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রায়হান আরেফিন জানান, মনোনয়নপত্র সংগ্রহ করলেও অদ্যবদি কেউ মনোনয়নপত্র জমা দেন নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।