ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

পালবাজার ও কদমতলা পৌর সুপার মার্কেটে এসটি লাইন সংযোগ

রূপসী বাংলা ২৪.কম
নভেম্বর ২৯, ২০২৩ ৪:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর পৌরসভার পালবাজার ও কদমতলা পৌর সুপার মার্কেট ও আবাসিক ভবনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এসটি লাইনের বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি স্থাপনায় এ সংযোগ প্রদান করে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাহরিয়ার আজাদ, কুমিল্লা বিদ্যুৎ জোন অডিট ইউনিটের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ নূরুল আমিন।
জানা যায়, চাঁদপুর বিদ্যুৎ বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলীর আপ্রাণ চেষ্টায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সুপার হাই ভোল্টেজ লাইনের নতুন এ সাব-স্টেশন স্থাপন করে চাঁদপুর পৌরসভা। ফলে এখানে বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চাঁদপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা জানান, এখানে আগে এসটি লাইন ছিলো না। পৌরসভার অর্থায়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: