মতলব উত্তরে বিদ্যালয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী বিপাশা (১২)নিহত হয়েছে। সে সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের বাবুল খলিফার মেয়ে। বিপাশা জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২২ নভেম্বর সকালে ৯টার দিকে বিপাশা অন্য দিনের মতো অটোবাইক যোগে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের কাছাকাছি এলাকায় এসে অটোবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় টরকি থেকে সাহেব বাজারগামী একটি অটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিপাশাকে ধাক্কা দেয়। বিপাশা ছিটকে গিয়ে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবরে পেয়ে স্বজনরা আহাজারি করছে। বিদয়ালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠীসহ এলাকাবাসী আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং ঘাতককে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।