ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ অতন্ত্র

রূপসী বাংলা ২৪.কম
নভেম্বর ২২, ২০২৩ ৬:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২১ নভেম্বর মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চল সমূহে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলের মসজিদ সমূহে বাদ ফজর মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদগণের আত্মার মাগফেরাত, দেশের সুখ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া নৌবাহিনীর সকল জাহাজ ও ঘাঁটি সমূহে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী স্কুল ও কলেজসমূহে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকার সদরঘাটে বানৌজা অদম্য, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যয়, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজা শহিদ ফরিদ, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা গোমতি, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা দৌলত এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা অতন্ত্র দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ নৌবাহিনীর জাহাজ সমূহ ঘুরে দেখেন। এর আগে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে ‘গার্ড অব অনার’ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: