ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি অটোবাইক পুড়ে গেছে। ১৯ নভেম্বর রোববার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটোয়ারী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশপাশের ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোস্তফা ও অটোবাইক চালক ইয়াছিনের পরিবার এখন অসহায় হয়ে পড়েছে।
ব্যবসায়ী মোস্তফা জানান, প্রতিদিনের ন্যায় ১৯ নভেম্বর রোববার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। গভীর রাতে হঠাৎ ডাক-চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে সব পুড়ে যায়।
অটোবাইক চালক ইয়াছিন জানান, আমার ৫ সদস্যের পরিবার একটিমাত্র অটোরিকশার আয়েই চলতো। অটোবাইক হারিয়ে আমি এখন অসহায় হয়ে পড়েছি। পাটোয়ারী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মানিক হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এরই মধ্যে দোকানের মধ্যে থাকা তিনটি অটোবাইক, পুরাতন মোটরসাইকেল ও বিভিন্ন মালামালসহ সবকিছু পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ী মোস্তফা ও অটোবাইক চালক ইয়াছিনের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের ধারণা, অটোবাইকের ব্যাটারির চার্জার থেকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।