ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

মতলবের মেঘনা নদীতে বাল্কহেডসহ আটক ৩

রূপসী বাংলা ২৪.কম
নভেম্বর ২১, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
জান যায়, রোববার রাতে মতলব উত্তরে মেঘনা নদীর মোহনপুর ইউনিয়নের নাছিরারচর এলাকায় অবৈধ বালুমহালে মাটি কাটায় একটি বাল্কহেডসহ ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার বারেক হাওলাদারের ছেলে মোঃ মাসুদ রানা হাওলাদার (২৯), আব্দুল মান্নানের ছেলে নুরে আলম (৩৫) ও ওহায়েদ খানের ছেলে মোঃ রফিক খান (৪২)।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-এমরান খান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাবিহীন অবস্থায় বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড আটক করা হয় এবং বাল্কহেড থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: