চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে সভায় সভাপ্রধান ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, ডিআইও-১ মনিরুল ইসলাম ডিএসবি, চাঁদপুর, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।