ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় দায়িত্বরত নবীণ-প্রবীণ একঝাঁক সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
মোহনা টেলিভিশনের দর্শক ফোরাম ও চাঁদপুর জেলার পূর্ব অঞ্চলের প্রতিনিধি মোঃ ফাহাদের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষানুরাগী জালাল আহমেদ (সিআইপি)র সহধর্মিণী মাইমুনা জালাল ইকরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, যুবলীগ নেতা আবদুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আবু জাফর, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মাসুম পাটওয়ারী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ, ইউনিয়ন যুবলীগ নেতা মিরন হোসেন মোহন, ছাত্রলীগ নেতা সাফায়েত উল্লাহ, শাহাদাত তপাদার প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।