বাবুরহাটে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শারমিন ফিলিং স্টেশন ও জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। ৫ নভেম্বর রোববার বিকেল ৩টায় এই সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ও সিএনজি চালক গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট থেকে মোটরসাইকেলটি যাচ্ছিল চাঁদপুরের উদ্দেশ্যে। ঠিক এমন সময় শারমিন ফিলিং স্টেশন থেকে জয়পুর এক্সপ্রেস নামক একটি বাস রাস্তায় আসে। মোটরসাইকেলের চালক বাসটি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমতাবস্থায় বিপরীত দিক থেকে চাঁদপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।