মতলব দক্ষিণে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদারের বেত্রাঘাতে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সানজিদ ইসলাম (১৪) আহত হয়েছে।
আহত সানজিদ ইসলাম জানায়, ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় বিজ্ঞান ক্লাসে হৃদয় স্যার ছিলেন না। ওই সময়ে ক্লাস রুম থেকে বের হওয়ার সময় আমার পায়ের সাথে ধাক্কা লেগে বসার বেঞ্চটি পড়ে যায়। এতে প্রধান শিক্ষক এসে আমাকে এলোপাতাড়ি মারধর করেন। আমার ডাক-চিৎকারে অন্যান্য শিক্ষক আমাকে উদ্ধার করেন। আমি মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছি। সানজিদের পিতা ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহআলম।
সানজিদের বোন সুমাইয়া আক্তার জানান, আমার ভাইয়ের মারধরের বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে বাড়াবাড়ি করলে ভালো হবে না। ঔষধ নিয়ে খাওয়াও, ভালো হয়ে যাবে।
সানজিদের পিতা মোঃ শাহআলম জানান, বিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে আমার সাথে প্রধান শিক্ষকের কথা কাটাকাটি হয়। সেই জের ধরেই আমার পুত্রকে মারধর করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করেছি। এ নিয়ে মতলব দক্ষিণ থানায় অভিযোগ করেছি।
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদার মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।