সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, আগামী রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সারা দেশের সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
আগে গত রোববার সন্ধ্যায় হরতাল শেষে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। যা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।