দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, হরতাল অবরোধের নামে সস্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কচুয়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মহীউদ্দীন খান আলমগীর এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, পাকিস্তানপন্থি বিএনপি-জামায়াত, বাংলাদেশের স্বাধীনতাকে যারা বিশ^াস করে না, তারাই এখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হরতাল ও অবরোধ করছে। তারা সাংবাদিকদের উপর অত্যাচার করে, তারা পুলিশের উপর অত্যাচার করে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা তা করবো। আমরা বাংলাদেশের স্বাধীনতার অগ্রপথিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী এগিয়ে যাবো। বিএনপি-জামায়াত অত্যাচার-অবিচারী দল। তারা দেশের অস্তিত্ব বিশ^াস করে না। যারা দেশের স্বার্থবিরোধী কাজ করে তাদের পূর্ণাঙ্গভাবে দমন করে বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে। যারা গুণ্ডামি করে পাকিস্তানি সরকার কায়েম করতে চায় তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। এদেশে বসবাস করে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। এই কচুয়াকে আমরা জননেত্রী শেখ হাসিনার দুর্গ হিসেবে গড়ে তুলবো।
পথসভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডাঃ রেফায়েত উল্লাহ্ শরীফ, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি সদস্য আব্দুস সালাম সওদাগর, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদেক মুন্সী, দপ্তর সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, যুবলীগ নেতা গাজী কামাল, গাজী ফারুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াদ হোসেনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।