বিএনপির ডাকে টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে চাঁদপুরের হাজীগঞ্জে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে দু’জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল কার্যক্রম শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান মানিক। অপরদিকে একই দিন বেলা ১১টার দিকে অবরোধকারীদের সাথে আওয়ামী লীগের লোকদের মধ্যে পাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সেন্দ্র বাজার থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় একজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।