সারাদেশে বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ কজনকে আটক করেছে পুলিশ। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম।
বিএনপির ডাকে গত রোববার হরতালের পর ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চলছে। তবে মাঠে বিএনপির নেতা-কর্মীদের তৎপরতা কম। তবে, রাজপথে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
অন্যদিকে, অবরোধকে কেন্দ্র করে সড়কে যানবহন চলাচল তুলনামূলক কম। চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। তবে, পর্যাপ্ত যাত্রী পেলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। ওসি মোঃ শেখ মুহসীন আলম বলেন, ‘চাঁদপুর শহরে চাঁদপুর সরকারি কলেজ রোড, চিত্রলেখার মোড় এলাকায় নাশকতার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ শহরের বিভিন্ন স্থান থেকে কজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।