প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যা, অ্যাম্বুলেন্সসহ যানবাহনে আগুন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর আদালতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর রোববার জেলা জজ আদালত চত্বর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের আয়োজন করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের সভাপতি অ্যাডঃ আহসান হাবীবের সভাপতিত্বে শান্তি সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
জেলা জজ আদালত চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ মোঃ মোক্তার আহম্মদ অভি, অ্যাডঃ মোঃ বদিউজ্জামান কিরণ, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ মোঃ হুমায়ুন কবির, অ্যাডঃ মোঃ আমির উদ্দিন মন্টু, অ্যাডঃ মোঃ আবদুর রহমান, অ্যাডঃ রুমানা আফরোজ খান, অ্যাডঃ মুহাম্মদ হারুন অর রশিদ-৩, অ্যাডঃ শ্যাম সুন্দর, অ্যাডঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, অ্যাডঃ জসিম উদ্দিন-২, অ্যাডঃ আবু নছর মোঃ ইলিয়াছ মিয়া, অ্যাডঃ এম.এ. হালিম পাটওয়ারী, অ্যাডঃ মোহাম্মদ আক্তার হোসেন, অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম, অ্যাডঃ আফরোজা বেগম, অ্যাডঃ মোঃ হেলাল উদ্দিন, অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, অ্যাডঃ মোঃ মোহাম্মদ গোলাম কাউছার শামীম, অ্যাডঃ পলাশ মজুমদার, অ্যাডঃ মোঃ খোরশেদ আলম শাওন, অ্যাডঃ মোহাম্মদ মাহবুব আলম, অ্যাডঃ মোঃ ইমাম হোসেন টিটু, অ্যাডঃ তরুণাংশু মজুমদার, অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, অ্যাডঃ মোঃ কামরুল ইসলাম রোমান, অ্যাডঃ মোহাম্মদ হোসেন, অ্যাডঃ মোহাম্মদ শিহাবুল আলম শিবলী, অ্যাডঃ মোঃ আতিকুর রহমান, অ্যাডঃ মোঃ সাফায়েত হোসেন, অ্যাডঃ আবিদা সুলতানা, অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন, অ্যাডঃ মোঃ মাসুদ রানা, অ্যাডঃ মোঃ আবু কাউছার, অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির, অ্যাডঃ মোঃ আবদুল্লা আল মামুন পাটওয়ারী, অ্যাডঃ তৌহিদ আহম্মেদ পাটওয়ারী, অ্যাডঃ মোহাম্মদ হাসান উল্যাহ, অ্যাডঃ ভাস্কর দাস, অ্যাডঃ আবিরসহ অন্য আইনজীবীগণ।
শান্তি সমাবেশ শেষে আইনজীবীরা জেলা জজ আদালত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকার চত্বর পর্যন্ত ঘুরে পুনরায় জেলা জজ আদালতের সামনে এসে মিছিল শেষ করে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবিব এই প্রতিবেদককে বলেন, বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল আমাদের সাথে মিলিত হন। সোমবার সকাল দশটা পর্যন্ত আমাদের শান্তি সমাবেশ মুলতবি ঘোষণা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।