ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ ১৪ নেতা-কর্মী ঢাকায় আটক

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২৯, ২০২৩ ৬:১০ পূর্বাহ্ণ
Link Copied!

২৮ অক্টোবর শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ১৪ জন নেতা আটক হয়েছেন। বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে তারা আটক হন। বিষয়টি বিএনপির সাংগঠনিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
আটককৃতরা হলেন : উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান চৌধুরী, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, মাসুদ আলম, শাহাদাত হোসেন নয়ন, সাবেক প্রচার সম্পাদক মাসুদ মেম্বার, ফরিদগঞ্জ উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন এবং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা আজাদ পাটওয়ারী, হেলাল সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন বেপারী ও ছাত্রদল নেতা সাগর। আটকের বিষয়টি পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেনসহ ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও আটককৃতদের স্বজনরা নিশ্চিত করেছেন।
এদিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অহেতুক আটক ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: