চাঁদপুরে নিষিদ্ধ সময়ে ইলিশ বেচা-কেনার সময় মাছসহ আটককৃতদের নিয়ে যাবার সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় পুলিশের দুই সদস্য মাইনুদ্দিন ও জোবায়ের হোসেন আহত হয়।
এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ এবং ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ। ২৮ অক্টোবর শনিবার দুপুরে গ্রেফতার তিন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার আসামীরা হলেন : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বহরিয়া কোটারাবাদ এলাকার মোঃ শাহীন (৩৮), মোঃ বিল্লাল (২৪) ও মোঃ আবদুল গফুর (৩৫)।
মামলার বাদী চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আকরামুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে মা ইলিশ সংরক্ষন অভিযানের অংশ হিসেবে ২৬ অক্টোবর ভোরে সদর উপজেলার বহরিয়া বাজার মৎস্য ঘাট এলাকায় মডেল থানার একটি টিম অভিযান চালায়। এ সময় শাহীন, বিল্লাল ও গফুর নামে ৩ ব্যক্তির কাছ থেকে ৪টি বাজারের ব্যাগে থাকা ৪০ কেজি ইলিশ মাছ ও নগদ ২৯ হাজার ১০০ টাকা জব্দ করে। মাছসহ আটক ব্যক্তিদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় উল্লেখিত তিন আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। ওই সময় দুই পুলিশ সদস্য আহত হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম জানান, হামলার ঘটনায় গ্রেফতার আসামীদেরকে আজকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।