ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ ধরায় ৪১ জেলে আটক

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২৬, ২০২৩ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় ৪১ জেলেকে আটক করেছে নৌথানা পুলিশ। বৃহস্পতিবার ২৫ অক্টোবর রাত ২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ- পুলিশের ওসি কামরুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪১ জেলেকে আটক করা হয়। এ সময় ৩ কোটি ২০ লক্ষ ১০ হাজার ৪১০ মিটার জাল,১৮টি মাছ ধরার নৌকা, ৪৪৪ কেজি কেজি ইলিশ জব্দ করা হয়।আটককৃতদের মধ্যে ২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান, করা হয়েছে। ৪জন নাবালত শিশু অপ্রাপ্ত বয়স্ক জেলে হওয়ায় তাদের মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের বিরুদ্ধে মৎস্য আইনে ৭টি মামলা করা হয়েছে।
জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: