ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ট্রলারসহ ৮৭ জেলে আটক

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ২৬, ২০২৩ ৫:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৮৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল জাল, ৪৫২ কেজি ইলিশ ও ২৭টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। উপজেলা টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে আটক ৮৭ জেলের মধ্যে ৮৩ জেলেকে নৌ পুলিশ এবং ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কাফোর্স। ২৫ অক্টোবর বুধবার দুপুরে এ তথ্য জানান চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ অভয়াশ্রমে নৌ পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৪ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এসব ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্ট জাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি ও মাছ ধরার নৌকা ২৭টি। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর টাস্কফোর্সের অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
এছাড়াও ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক দল সহযোগিতা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: