চাঁদপুর সদর উপজেলার বাগাদী ও বালিয়া ইউনিয়নের একাধিক গ্রামে গত দুই সপ্তাহের মধ্যে বেশ ক’টি ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। ঘরের লোকদের গলায় ছুরি ধরে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। পুরুষশূন্য পরিবারগুলো এখন আতঙ্কে রাত কাটাচ্ছে। এসব এলাকার লোকদের নিরাপত্তার বিষয়ে ন্যূনতম গ্রাম পুলিশেরও ব্যবস্থা নেই বলে জানালেন ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের ইসমাইল খান, লতিফ গাজী বাড়ি এবং বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের মোরশেদ খান বাড়ি ও ময়দান খোলার কবির হোসেনের বাড়ির চুরি ও ডাকাতির আলামত দেখা গেছে। এসব বাড়ির ভুক্তভোগী লোকদের সাথে কথা হয় এই প্রতিবেদকের।
সাপদী গ্রামের ইসমাইল খান জানান, গত সপ্তাহে তিনি কুমিল্লায় ছিলেন। ১৪ অক্টোবর দিনগত রাতে তার বাড়িতে কেউ ছিল না। দুর্বৃত্তরা এসে তার ঘরের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে থাকা সবকিছু তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। দুটি স্টীলের আলমিরার তালা ভেঙেছে। ঘটনার পরিদন সকালে তিনি এসে এই দৃশ্য দেখেন এবং এলাকাবাসীকে জানান।
একই এলাকার লতিফ গাজীর প্রবাসী ছেলের ঘরে ডাকাতি হয় ১৩ অক্টোবর দিনগত রাতে। ঘরের জানালার গ্রীল কেটে মুখোশ পরে ডাকাতরা প্রবেশ করে। প্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ধরে ঘরে থাকা ১৫ হাজার টাকা এবং ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় তাদের আত্মীয় মোঃ মহিবুর রহমান পরিদন চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এদিকে পাশের বাগাদী ইউনিয়নের মোরশেদ খান বাড়িতে গোলাপ হোসেন খান লিটনের ঘরে মুখোশ পরে ডাকাতির চেষ্টা করা হয় ১৪ অক্টোবর দিবাগত রাতে। ওই ঘরে লিটনের স্ত্রী শিরিন আক্তারের গলায় ছুরি ধরে ডাকাতির চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় লিটন পরদিন চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এরপর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই গ্রামের আবুর বাড়িতে পর পর দুদিন ডাকাত দলের সদস্যরা আসে। তারা ঘরের দজরায় নাড়া দিয়ে ডাকাতির চেষ্টা করে। কিন্তু ঘরে থাকা নারীরা কোনো ধরনের শব্দ না করায় তারা চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢালীরঘাট থেকে ফরক্কাবাদ পর্যন্ত দুই ইউনিয়নের সড়কের পাশের অধিকাংশ বাড়ির কর্তা ব্যক্তিরা প্রবাসে থাকেন। অনেকের বসতঘর পাকা এবং সেমিপাকা। বাড়িগুলো পুরুষ শূন্য থাকায় ডাকাত চক্রের সদস্যরা টার্গেট নির্ধারণ করে প্রায় প্রতিদিন চুরি ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
বালিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেন শেখ বলেন, সাপদী গ্রামটি আমার ওয়ার্ডে। একটি ডাকাতির ঘটনা আমি শুনেছি। আজকে আরো দুটি চুরি ও ডাকাতির ঘটনা জেনেছি। বিষয়টি আমি আজই চেয়ারম্যানকে জানিয়েছি। তবে ঘটনাস্থল এলাকায় গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করবো।
বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীকে জানানো হয় ডাকাতির ঘটনা। তিনি বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি ইউপি সদস্যের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো।
বাগাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনির হোসেন বলেন, ব্রাহ্মণ সাখুয়া গ্রামে দুটি ডাকাতির ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে বলেছি থানায় অভিযোগ করার জন্য। পরবর্তীতে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করবো। এই ওয়ার্ডের গ্রাম পুলিশ মারা গেছেন। যে কারণে রাতে কেউ টহল দিতে পারছে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।