ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

সুপারি গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ১৭, ২০২৩ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে সুপারি গাছ থেকে পড়ে মিজান বেপারী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ অক্টোবর সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নগর গ্রাম গ্রামের গণি বেপারীর বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিজান বেপারী ওই এলাকারই বাসিন্দা। তার স্ত্রী এবং ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, বাগানের একটি সুপারি গাছের নিচে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়া হয়। আমরা ওসি সাহেবকে বিষয়টি জানাই। থানার এসআই কুদ্দুছ মরদেহ উদ্ধার করেন। তার হাত-পা ভেঙ্গে যায় ও মুখ থেতলে যায়। তার পাশেই সুপারি গাছে ওঠার শর্তা বা বেড়ি (গামছা বা দড়ির তৈরি এক ধরনের রশি যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে, ভোর বেলায় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম বলেন, সুপারি গাছটি তার না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির পান খাওয়ার অভ্যাস ছিলো বলে নিজের প্রয়োজনে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এদিকে এলাকাবাসী জানান, লোকটি খুবই ভালো এবং নিরীহ। চেয়ারম্যান সাহেবেরও একই কথা। তার দুই ছেলে প্রবাসে থাকেন। এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। পোস্টমর্টেম ছাড়া তার মরদেহ হস্তান্তরে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: