নারী শিক্ষাকে এগিয়ে নিতে শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি ভার্সনে যাত্রা শুরু হয়েছে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ। ১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
শুরুতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মশিউর রহমান।
চলতি বছরের জানুয়ারি মাসে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে শ্রেণী কার্যক্রম বৃদ্ধি পাবে বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, প্রতিষ্ঠান পরিচানা পর্ষদের পরিচালক মেজবাহ কবির, সদস্য জান্নাতুল আফরোজ, ফেরদৌসি আক্তার, অধ্যাপক মেহেরুন নেছা প্রমুখ।
চলতি শিক্ষাবর্ষে অধ্যয়নরত তিন শ্রেণীর শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রত্যকে তাদের পরিচয় এবং ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা। খুবই মনোরম পরিবেশে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাহরাস্তিতে জোবেদা-মতিন ফাউন্ডেশনের একটি অলাভজনক প্রতিষ্ঠান হচ্ছে এই বালিকা স্কুল এন্ড কলেজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।