ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পথচলার আনন্দ আজ শুরু

রূপসী বাংলা ২৪.কম
অক্টোবর ১১, ২০২৩ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আজ থেকে শুরু হচ্ছে এপার বাংলা-ওপার বাংলা নাট্যদলের অংশগ্রহণে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। চাঁদপুরে এই প্রথম দুই বাংলার নাট্যদলের অংশগ্রহণে আন্তর্জাতিক নাট্যোৎসব চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০ বছর পথচলার আনন্দে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ২১ অক্টোবর সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

‘নাটক বিনিময় মৈত্রীর বন্ধন’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরের প্রাচীন নাট্য সংগঠন ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী আয়োজন করেছে এ নাট্যোৎসবের। ১১ দিনব্যাপী এ উৎসব চলবে ২১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে নাটক। উৎসবে ভারতের ৩টি নাট্যদল, ঢাকার ২টি, সিলেট, রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং চাঁদপুরের ৯টি নাট্যদল অংশ নিচ্ছে। ভারতের ৩টি নাট্যদল স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্যে একই দিন বিকেল ৪টায়ও নাটক মঞ্চস্থ করবে। আন্তর্জাতিক এ নাট্য উৎসবে প্রতিদিন বরেণ্য বক্তিবর্গ উপস্থিত থাকবেন।

উৎসবের উদ্বোধনী দিন ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বাউল সম্রাট লালন ফকিরের দর্শন ও কাহিনী নিয়ে নাটক ‘লালননামা’। রচনা ও নির্দেশনায় জিয়াউল আহসান টিটো। ২য় দিন ১২ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা পদাতিক নাট্য সংসদের নাটক গুণজান বিবির পালা। নির্দেশনায় সায়িক সিদ্দিকী। ৩য় দিন ১৩ অক্টোবর শুক্রবার নারায়ণগঞ্জ সংশপ্তক নাট্যদলের নাটক ভদ্দনোক। নির্দেশনায় সানাউল্লাহ হক। ৪র্থ দিন ১৪ অক্টোবর শনিবার ভারতের কোলকাতা শ্যামবাজার নাট্যচর্চাকেন্দ্রের নাটক দুষ্টু কথা। নির্দেশনায় মৃত্তিকা বসু (বিকেল সাড়ে ৪টায়) ও সন্ধ্যা ৭ টায় নাটক নবজাতক। নির্দেশনায় সমরেশ বসু। ৫ম দিন ১৫ অক্টোবর রোববার মুন্সিগঞ্জ হিরণ কিরণ থিয়েটারের নাটক অবচিত। নির্দেশনায় মোহাম্মদ শামীম শেখ। ৬ষ্ঠ দিন ১৬ অক্টোবর সোমবার রাঙ্গামাটি তৈনগাঙ থিয়েটারের নাটক রত্নমালা। নির্দেশনায় আশিক সুমন। ৭ম দিন ১৭ অক্টোবর মঙ্গলবার কোলকাতা ভারতের গোবরডাঙ্গা নকসার নাটক বিনোদিনী। (বিকেল সাড়ে ৪টায় ও সন্ধ্যা ৭টায়)। নির্দেশনায় আশিস দাস। ৮ম দিন ১৮ অক্টোবর বুধবার ঢাকা শব্দ নাট্যচর্চ্চা কেন্দ্রের নাটক পীরচাঁনের পালা। নির্দেশনায় খোরশেদুল আলম। ৯ম দিন ১৯ অক্টোবর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ভারতের বিবেকানন্দ নাট্যচক্রের নাটক নিহত শতাব্দী (বিকেল সাড়ে ৪টায়) ও ঢিসুম ঢিসম (সন্ধ্যা ৭টা)। নির্দেশনায় শুভেন্দু চক্রবর্তী। ১০ম দিন ২০ অক্টোবর শুক্রবার সিলেট কথাকলির নাটক চে’র সাইকেল। নির্দেশনায় ফয়েজ জহির। সমাপনী দিন ২১ অক্টোবর শনিবার চাঁদপুর থিয়েটার ফোরামের সদস্যভুক্ত ৯টি নাট্যদলের অংশগ্রহণে নাটকের অংশ বিশেষ নিয়ে কোলাজ। অংশগ্রহণে বর্ণচোরা নাট্যগোষ্ঠী, অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর ড্রামা, অনুপম নাট্যগোষ্ঠী, বর্ণমালা থিয়েটার, স্বরলিপি নাট্যগোষ্ঠী, নটমঞ্চ, মেঘনা থিয়েটার ও অরূপ নাটয়গোষ্ঠী। প্রতিদিনের অনুষ্ঠানে আগ্রহী সকলের উপস্থিতি কামনা করছেন আয়োজক সংগঠনের সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: