গত ১০ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ১১তম বাংলাদেশ বইমেলা। এ মেলায় ছিলো মুহাম্মদ ফরিদ হাসান লিখিত চাঁদপুর পৌরসভা থেকে প্রকাশিত গবেষণাগ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’। লন্ডনের ‘মাইল ইন্ড’-এর দি আর্ট প্যাভিলিয়নে বইটির পরিবেশক ছিলো পরিবার পাবলিকেশন্স। বইমেলায় মুহাম্মদ ফরিদ হাসানের ‘অন্য শহরের গল্প’ গ্রন্থটিও ছিলো।
মুহাম্মদ ফরিদ হাসান জানান, ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ গবেষণা গ্রন্থটি চাঁদপুর পৌরসভা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। এটির প্রথম মুদ্রণ ২০২১ সালে এবং দ্বিতীয় মুদ্রণ ২০২৩ সালে প্রকাশিত হয়। পরিবার পাবলিকেশন্স থেকে ‘অন্য শহরের গল্প’ গ্রন্থটি প্রকাশিত হয় ২০২২ সালে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।