প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ও উন্নত বাংলাদেশ নির্মাণে রোভারিং মুখ্য ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের শৃঙ্খলা ও মানবসেবায় উদ্বুদ্ধ করতে রোভারিংয়ের বিকল্প নেই। এ কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের ব্যবস্থাপনায় ৭ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৩৬৮তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাবুরহাট এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ৫ দিনব্যাপী উক্ত কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
কোর্স লিডার শরীফউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউটস্ সম্পাদক অজয় ভৌমিক, জেলা রোভারের সহকারী কমিশনার ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক হুমায়ুন কবির।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।