ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

কঠোর আন্দোলন আসছে, আর অবৈধ নির্বাচন করতে দেয়া হবে না

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ২, ২০২৩ ৫:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশাহারা। সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। এই সিন্ডিকেটের ভাগ সরকারের অবৈধ মন্ত্রীদের পকেটে, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও যায়। তারা লুট করে বাংলাদেশকে খালি করে দিয়েছে। তাই আমাদের একটাই শপথ, জনগণকে নিয়ে এই স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করা।
তিনি বলেন, ২ সেপ্টেম্বরের পরে কঠোর আন্দোলন আসছে। চুরি করে আর অবৈধ নির্বাচন করতে দেয়া হবে না। গত ১৫ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সাধারণ জনগণের জন্যে লড়াই করছেন। দেশের জনগণের হৃদয়ে খোদাই করে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম লেখা হয়ে গেছে। আন্দোলনের মাঠে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তিনি শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় হাজার হাজার বিএনপি নেতা-কর্মীর মিছিল-স্লোগানে আলোচনা সভা সমাবেশে রূপ নেয়।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ শামছুল ইসলাম মন্ট্,ু জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন ও জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মনিরা চৌধুরী।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলেরর সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, দপ্তর সম্পাদক হযরত আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকল্পে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে এদিন বিকেলে দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিলো চোখেপড়ার মতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: