ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর দুই যুগপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রূপসী বাংলা ২৪.কম
সেপ্টেম্বর ২, ২০২৩ ৫:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর কমিউনিটি পুলিশিং প্রতিষ্ঠার দুই যুগপূর্তি উপলক্ষে চাঁদপুর অঞ্চল-৫-এর পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বেলা ৩টায় কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর উদ্যোগে মুন্সেফপাড়া ও চৌধুরী পাড়া মহল্লার সার্বিক সহযাগিতায় জীবনদীপ কার্যালয়ে ও সেবা সিটি সেন্টারের ২য় তলায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অঞ্চল-৫ এর সভাপতি রোটাঃ কাজী শাহাদাতের সভাপ্রধানে এবং চৌধুরী পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২৫ আগস্ট দুই যুগপূর্তি হয়। সে সময় শোকের মাস হওয়ায় কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়নি। তাই কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এর উদ্যোগে আজকের চিত্রাঙ্কন ও হস্ত লিখন প্রতিযোগিতা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি যখন সারারাত আপনাদের নিরাপত্তার জন্য রাস্তায় বের হই তখন আমার সাথে কমিউনিটি পুলিশিং টহল সদস্যরাও আপনাদের নিরাপত্তায় থাকতে দেখি। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং, মাদকসহ যে কোনো ধরনের সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ সংঘটিত হলে আমাকে যে কোনো সময় ফোন করে তথ্য দেবেন, তথ্যদাতার নাম গোপন রাখা হবে। আমার থানার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। যে কোনো প্রয়োজনে আপনাদের সমস্যার কথা আমাকে জানাতে থানাতে আসবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাহবুবুর রহমান, অভিভাবকদের পক্ষে সাংবাদিক মোরশেদ আলম রোকন, মুন্সেফ পাড়া মহল্লা কমিটির সেক্রেটারী মোঃ আব্দুল মোতালেব মিলন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক মৃণাল দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোড়ালিয়া রোড মহল্লা কমিটির সভাপতি হারুন রশিদ পাটওয়ারী, ঘোষপাড়া-আদর্শ মুসলিম পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী।
ক, খ, গ, তিনটি বিভাগে হস্তলিখন ও চিত্রাঙ্কন ২ বিভাগে শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের ফলাফল মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং যে ভেন্যুতে পুরষ্কার বিতরণ করা হবে তাতেও জানিয়ে দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: