ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

ডাবের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ২৭, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ক্রেতা সেজে জেলা হাসপাতাল প্রাঙ্গণসহ শহরের বিভিন্ন রাস্তার মোড়ে ডাবের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে তিন জন ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, চাঁদপুর সদরের ৪ জায়গা : বাসস্টান্ড, কালী বাড়ি, ছায়াবাণীর মোড় এবং সদর হাসপাতালের সামনে ডাবের দাম ১২০ থেকে ১৫০ টাকায় আকার ভেদে বিক্রি করছে। এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে উত্তর আসলো, ৭০ বা ৮০ টাকা করে কেনা পড়ছে। তাহলে এই অযৌক্তিক দাম কেন?
হাসপাতালে অনেক ডেঙ্গু রোগী ভর্তি, যাদের জন্যে ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্যে দুরূহ হয়ে পড়ছে। ভোক্তার স্বার্থ রক্ষার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় চাঁদপুর সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিন জন ডাব বিক্রেতাকে ২৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করে। এ সময় সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ টিম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: