সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন বুধবার (২৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ফল ঘোষণা করেন। এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের সদস্য এবং বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৪৬০ জন মোখিক পরীক্ষায় অংশ নেন। তারও আগে, চলতি বছর ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তালিকা দেখতে ক্লিক করুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।