গ্রাম্য সালিসের বিচারের নামে প্রকাশ্যে নারীকে মারধর করে আহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ । জানা যায়, গত ৯ আগস্ট দুপুর অনুমান ২টায় ফরিদ মেম্বারের সিং আড্ডা মজুমদার বাড়িতে গ্রাম্য সালিস বৈঠকে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও লোকজনের উপস্থিতিতে ভিকটিম আকলিমার ভাশুর মোঃ রুহুল আমিনের ছেলে আলমগীর ভিকটিমের উপর চড়াও হয়ে প্রকাশ্যে শারিরীকভাবে লাঞ্চিত ও মারধর করে। ঘটনার সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ১০ আগস্ট ফরিদ আহাম্মেদ মেম্বার (৩৮), জসিম উদ্দিন (৫৫), আনোয়ার হোসেন পাটোয়ারী (৫৭), মোঃ নবীর হোসেন (৩৯)দেরকে আটক করে।
ভিকটিম আকলিমা বেগমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নয় বছর পূর্বে তার স্বামী মারা যায়। পরবর্তীতে আলমগীরকে বিবাহ করার কারনে তার প্রথম স্ত্রী স্থানীয় মেম্বার ও লোকজনদের নিকট অভিযোগ করলে গত ০৯ আগস্ট দুপুর ২টায় ০৬নং কচুয়া উত্তর ইউপির ১নং ওয়ার্ডের ফরিদ মেম্বার লোকজন দিয়ে ডেকে নিয়ে সিং আড্ডা মজুমদার বাড়ীতে গ্রাম্য শালিস বৈঠকের আয়োজন করে। শালিস বৈঠকে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও লোকজনের উপস্থিতিতে ভিকটিম আকলিমার ভাশুর মোঃ রুহুল আমিনের ছেলে আলমগীর ভিকটিমের উপর চড়াও হয়ে ভিকটিমকে প্রকাশ্যে শারিরীকভাবে লাঞ্চিত ও মারধর করে আহত করে। উপস্থিত মেম্বার ও লোকজনের সম্মুখে ঘটনাটি সংঘটিত হলেও কেউ এগিয়ে আসিনি বরং ভিকটিমকে লাঞ্চিত করার ক্ষেত্রে প্রতিবাদ না করে মৌন সমর্থন করে। পরবর্তীতে গত ০৯/০৮/২৩ইং তারিখ রাত্র অনুমান ১২.০০ ঘটিকার সময় আকলিমা বেগম থানায় হাজির হয়ে অভিযোগ করেন।
আটককৃত ১। ফরিদ আহাম্মেদ মেম্বার (৩৮) ২। জসিম উদ্দিন (৫৫) ৩। আনোয়ার হোসেন পাটোয়ারী (৫৭) ৪। মোঃ নবীর হোসেন (৩৯) দের বিরুদ্ধে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনার মূল অপরাধী আলমগীরসহ অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
নারী নির্যাতন রোধ কল্পে চাঁদপুর জেলা পুলিশ সোচ্ছার। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার , চাঁদপুর এর দিক নির্দেশনায় কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন রাজিব, এএসআই(নিঃ)/মোঃ বাবুল মিয়া বেগ, এএসআই(নিঃ)/মোঃ জিয়াউল হক মিলন, এএসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান এর নেতৃত্ত্বে কচুয়া থানার একটি চৌকস পুলিশ দল উক্ত গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।