ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আবহাওয়া
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. কবিতা
  10. কৃষি ও প্রকৃতি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকুরি

বিপুল পরিমাণ ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি আটক

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ১০, ২০২৩ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে গ্রেফতারকৃত আল-আমিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হরিণাঘাট এলাকায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলমের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই মোঃ শাহরিন হোসেন ও এএসআই তসলিম হোসেনসহ সঙ্গীয় সদস্যরা। এ সময় আল-আমিনের গাড়ি তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আল-আমিন খুলনা জেলার রূপসা থানার ইলাইপুর গ্রামের বুলবুলের ছেলে। সে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো খুলনায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়।
এসআই শাহরিন হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটায় হরিণাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তখন কালো রংয়ের একটি এ্যাপাচি গাড়ি তল্লাশি করে নিল রংয়ের জিপার থেকে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আল-আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি বলেন, আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও, ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: