চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নিজামুল হক। মোনাজাতে ইমাম সাহেব মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জীবনের সমস্ত গুনাহ মাফ চেয়ে মহান আল্লাহপাকের দরবারে তাকে বেহেস্তবাসী করার জন্য দোয়া করেন। এছাড়া পৃথিবীর সমস্ত মুসলমান ও উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করে তাদেরকে বেহেস্তবাসী করার জন্যে খোদার দরবারে ক্ষমা চেয়ে মোনাজাত করেন।
মিলাদ ও দোয়ায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, কোষাধ্যক্ষ তালহা জোবায়ের, অ্যাপায়ন বিনোদন সম্পাদক আশরাফুল আলম, প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান, সাংবাদিক শেখ শরীফ হোসেন, আলমগীর হোসেন পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।