ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

মতলব উত্তরে মেঘনায় বালুবাহী বাল্কহেড জব্দ

রূপসী বাংলা ২৪.কম
আগস্ট ৫, ২০২৩ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে তিনটি বাল্কহেডসহ ছয়জনকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার রাতে মোহনপুর সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুনিরুজ্জামন জানান। আটকরা হলেন সাইদুল ইসলাম (৪০), মোঃ ঝন্টু মিয়া (৩৯), সুমন (৪০), মোঃ সুলতান (৭০), মোঃ ফিরোজ মিয়া (৪৭) ও সুমন (৪৯)। জব্দ করা বাল্কহেডগুলো হলো : দিনের আলো-১, দিনের আলো-২ ও তমাল নেভিগেশন।
দিনের আলো-২-এর মাস্টার মোঃ সুলতান মিয়া জানান, ফরিদপুর থেকে ড্রেজারের মাধ্যমে বাল্কহেডে বালু ভর্তি করে ঢাকায় নিয়ে যাচ্ছিলো তারা। তাদের কাজ হচ্ছে বহন করা। তার মতো প্রতিরাতে বালুবাহী কমপক্ষে শতাধিক বাল্কহেড ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তার বাল্কহেডের কাগজপত্র ঠিক আছে বলে জানান তিনি।
মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মোঃ মুনিরুজ্জামন জানান, মেঘনা নদীর সীমানায় অসংখ্য বাল্কহেডের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে চলাচল করার সময় বড় ধরনের সমস্যায় বেশি পড়তে হচ্ছে। নদীতে যত্রতত্র বাল্কহেড নোঙর করে রাখায় বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে বলে তিনি জানান।
অভিযানে নেতৃত্ব দেওয়া নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বলেন, অন্ধকারে বাল্কহেড চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। কেননা বাল্কহেডের বেশিরভাগ অংশই পানিতে ডুবে থাকে। এছাড়া লাইটিংয়ের তেমন ব্যবস্থা নেই। এতে করে দ্রুতগামী নৌযানের সঙ্গে যেকোনো মুহূর্তে সংঘর্ষ ঘটতে পারে।
রাতে নদীতে বাল্কহেড চলাচল বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: