চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, পরাজিত শক্তি আবারও সন্ত্রাস আরম্ভ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। কোনো দল ভেচকি দিবে তো আমরা তাদের রুখে দেব। এদেশের উন্নয়ন অগ্রগতি, মানুষের জান-মাল, ইজ্জত-সম্মান হেফাজত করার দায়িত্ব আওয়ামী লীগের। আমরা দেশের মানুষের কাছে ওয়াদাবদ্ধ। দেশের মানুষের জীবনমান উন্নত করবো। ৩০ লাখ শহীদের রক্তের ঋণ শোধ করব।
তিনি বলেন, যখনই দেশের মানুষের মুখে হাসি ফুটে তখনই পরাজিত অপশক্তি তারা ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের দল, রাজপথে লড়াই সংগ্রাম করে উঠে আসা দল। আমাদের রাজপথের হুমকি দেখাবেন না। আন্দোলনের নামে চাঁদপুরে কোনোরকম অশান্তির সৃষ্টি করবেন না, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন, আমরা বাধা দিবো না। কিন্তু কোনো রকম নৈরাজ্য করবেন তো সেখানে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব। শান্তির শহর চাঁদপুরকে আমরা কাউকে অশান্ত করতে দেব না।
৩০ জুলাই রোববার বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিএনপির-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, মনজুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এমএ হাসান লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা তাঁতীলীগের সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শেখ শরিফ আহমেদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী সমাবেশ ও মিছিলে অংশ নেন।
এদিন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শপথ চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।