চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জের সাতবাড়িয়া এলাকায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করছে রেলওয়ে পুলিশ। এর আগে ৩০ জুলাই রোববার সন্ধ্যার কিছু আগে উক্ত স্থান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা লাশের সন্ধান পান। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে পুলিশের ওসি মুরাদ উল্লাহ বাহার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুর রশিদ। এ সংবাদ লিখা পর্যন্ত লাশ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জের কৈয়ারপুল রেল ক্রসিংয়ের ২শ’ গজ পশ্চিমে রেলপথের পাশের জমির পানিতে অজ্ঞাত পচা লাশের সন্ধান মিলে ওই দিন সন্ধ্যার দিকে। এ সময় লাশের পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খরব পেয়ে চাঁদপুর রেল পুলিশের একটি টিম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আরেকটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু জানান, দুর্গন্ধে লাশের কাছে যাওয়া যাচ্ছিল না। মন্নান কোম্পানীর বাড়ির পাশে লাশ পাওয়া গেছে শুনে আমরা দেখতে যাই।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধারস্থলে আমরা রয়েছি। ওসি মুরাদউল্লাহ বাহার জানান, লাশ পাওয়ার বিষয়টি শুনে লোক পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।