মাধ্যমিক স্কুল শিক্ষক আন্দোলনের কর্মসূচি চলমান থাকায় চাঁদপুরের বেসরকারি সকল শিক্ষক দাবি আদায়ে এখন ঢাকায় অবস্থান করছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন এবং সাধারণ সম্পাদক ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন ১৯ জুলাই বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
চাঁদপুরের এ শিক্ষক নেতৃবৃন্দ যৌথভাবে জানান, সারাদেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রোববার ১৬ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবি আদায়ের লক্ষ্যে তারা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চাঁদপুর জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে চাঁদপুর পৌরসভাসহ উপজেলাগুলোর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালনে অংশগ্রহণ করছে। ১৯ জুলাই থেকে বাকি স্কুলগুলো স্কুলে তালা ঝুলানো কর্মসূচি পালন করবে বলে চাঁদপুর জেলার নেতৃবৃন্দ জানান। এ কর্মসূচির আলোকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের শিক্ষকদের অবস্থান কর্মসূচি ৮ম দিনের মতো অব্যাহত রয়েছে। যেসব শিক্ষক এ কর্মসূচিতে অংশগ্রহণ করছে না তাদেরকে আগামীকালের মধ্যে কর্মসূচিতে যোগদান করার জন্যে চাঁদপুর জেলার সব উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আরো বলেন, আজ ১৯ জুলাই বিকেলে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সাথে কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মিটিং হবে। দাবির ব্যাপারে সম্মানজনক কোনো সিদ্ধান্ত না হলে কর্মসূচি চলবে। চাঁদপুরের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানই এ কর্মসূচি পালন করছে।
চাঁদপুর সদর মাধ্যমিক শিক্ষক সমিতির চলমান আন্দোলনে যোগদানের একাত্মতা ঘোষণা করেছেন সংগঠনের সদর উপজেলা সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া। ১৮ জুলাই সন্ধ্যায় লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া ও সভা সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম।
চাঁদপুর সদরের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ মিঞা বলেন, আমাদের এ সংগঠনভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এখন চলমান আন্দোলনে আগামীকাল (আজ) বৃহস্পতিবার ২০ জুলাই সকাল ৭টায় চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকা জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিতে যোগদান করবে। আমরা ঢাকা রওনার সকল প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমাদের এ সংগঠনভুক্ত শিক্ষকরা বর্তমান চলমান আন্দোলনের সাথে আছে ও থাকবে। কেননা আমাদের দাবি এক ও অভিন্ন। তাই দাবিসমূহ সরকারকে মেনে নিতে আহ্বান জানাচ্ছি।
চাঁদপুর সদরের মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ গোফরান হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষকগণ বাড়ি ভাড়া পান ১ হাজার টাকা, মেডিকেল ৫শ’ টাকা এবং উৎসব ভাতা পাচ্ছেন মূল বেতনের ২৫ ভাগ। ১৯ বছর আগে ২০০৪ সালে শিক্ষকদেরকে ২৫ শতাংশ উৎসব ভাতা দেয়া হয়েছে। যা আজও পরিবর্তন হয়নি। এছাড়া সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র সহকারী শিক্ষকদের স্কেল বৈষম্যে শিক্ষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সব মিলিয়ে তারা যে বেতন-ভাতা পান, তা দিয়ে বর্তমানে চলতে খুবই কষ্ট হয়।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন যৌথভাবে ১৯ জুলাই দুপুরে জানান, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মূল লক্ষ্য ও শ্লোগানই হলো ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’। তাই আমাদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোষিত কর্মসূচি ও বর্তমান চলমান আন্দোলনের সাথে প্রথম থেকেই সমর্থন করে আসছে। চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলার এ সংগঠনের হাজার হাজার শিক্ষক বর্তমানে অবস্থান কর্মসূচি পালন করছে। বাকিরা ২০ জুলাই থেকে অংশগ্রহণ করবে।
এদিকে ২০ জুলাই বৃহস্পতিবার থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের মাধ্যমিক স্কুল ও কলেজসমূহ গ্রীষ্মকালীন অবকাশ, আশুরা ও হিজরি নববর্ষ উপলক্ষে সরকারিভাবে বন্ধ। তাই শতভাগ শিক্ষকই ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করার একটি অপূর্ব সুযোগ সৃষ্টি হচ্ছে বলে শিক্ষকগণ মনে করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।