ঘোষণা আসতে পারে নেত্রকোনা-৪ আসনের মনোনয়ন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ জুলাই ২০২৩ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় সভাপতিত্ব করবেন দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ।
এদিকে ধারণা করা হচ্ছে, এই সভা থেকে জাতীয় সংসদের নেত্রকোণা-৪ (মদন-খালিয়াজুরি-মোহনগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশ গ্রহণে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য আওয়ামী লীগের পক্ষ হতে নির্দেশনা জারি করা হয়েছিলো। তারই অংশ হিসেবে আওয়ামীলীগের ধানমন্ডির কার্যালয় থেকে ১৮ ও ১৯ জুলাই দুইদিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহনগঞ্জের সাজ্জাদুল হাসান এবং মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার শফী আহমেদ। এই আসনে আওয়ামীলীগের হয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য সাজ্জাদুল হাসান ও শফী আহমেদ ছাড়াও সরকারের বর্তমান ডাক ও টেলিযোগাযোগ বিভাগেরর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তফা জব্বার, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল প্রমুখের নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, রেবেকা মমিন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি গত ১১ জুলাই তারিখে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগমী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল ও ২ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।