ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

আমের কাস্টার্ড তৈরির রেসিপি

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৬, ২০২৩ ৩:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পাকা আম দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের সুস্বাদু ডেজার্ট। আমের কাস্টার্ড তার মধ্যে একটি। খুব সহজে ও অল্প সময়ে তৈরি করা যায় এই ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ড খেতে দারুণ লাগবে। বাড়িতে অতিথি এলে কিংবা পারিবারিক আড্ডায় রাখতে পারেন সুস্বাদু পদ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের কাস্টার্ড তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাকা আমের পাল্প- ১/২ কাপ

দুধ- ১/২ লিটার

কাস্টার্ড পাউডার- ২ টেবিল চামচ

চিনি- ২ টেবিল চামচ

কাজু বাদাম- ১০টি

আমন্ড- ১০টি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে দুধ জ্বাল দিয়ে একটু ঘন হলে তাতে চিনি মিশিয়ে নিন। কাজুবাদাম ও আমন্ড গুঁড়া করে আমের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নিন। একটি বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে তাতে ২ টেবিল চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট বানিয়ে রাখুন। কাস্টার্ডের মিশ্রণটি খুব আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে মেশাতে হবে এবং নাড়তে হবে যাতে কোনো লাম্প না থাকে। এরপর নামিয়ে কিছুটা ঠান্ডা হলে আমের পাল্প মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ভালোভাবে ঠান্ডা হলে সারভিং ডিশে ঢেলে পরিবেশন করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: