ঢাকারবিবার , ১৬ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর

যতোদিন বেঁচে থাকবো কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৬, ২০২৩ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ভোট গণতন্ত্রের পবিত্র আমানত। আমরা ভোটের পবিত্র অধিকার প্রয়োগ করবো দেশ ও জনগণের কল্যাণে। জনগণের কল্যাণের এই পবিত্র আমানত আপনারা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় দিয়ে তাঁর প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করবেন। আমি যতোদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থেকে কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নেই। কারণ, আমি আপনাদেরই লোক। আগামী নির্বাচনে সঠিকভাবে ভোট দিবেন। কতিপয় ব্যক্তি হঠাৎ করে আপনাদের কাছে ভোট চাইতে আসছেন। আপনারা তাদের জিজ্ঞাসা করবেন, এতোদিন কোথায় ছিলেন? তিনি গতকাল শনিবার বিকেলে উপজেলার পূর্ব কালচোঁ জিএ দাখিল মাদ্রাসা মাঠে ৪র্থ তলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফজলে কাদের মুকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালাম শহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান পাটওয়ারী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, মাদ্রাসার প্রিন্সিপাল ওমর ফারুখ হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল প্রমুখ। একইদিন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতিবিনিময় ও সন্ধ্যায় নিজ বাসভবনে মৎস্যজীবী লীগের সাথে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: