ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আপন আলোয় উদ্ভাসিত
  6. আরো
  7. এক্সক্লুসিভ
  8. কবিতা
  9. কৃষি ও প্রকৃতি
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম
  14. চাকুরি
  15. চাঁদপুর জেলার খবর
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভার উন্নয়ন কাজ এগিয়ে নেয়া মেয়র জুয়েলের পক্ষেই সম্ভব হয়েছে : শিক্ষামন্ত্রী

রূপসী বাংলা ২৪.কম
জুলাই ১৫, ২০২৩ ৫:১০ পূর্বাহ্ণ
Link Copied!

১২৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার বহুল কাক্সিক্ষত বাজেট ঘোষিত হয়েছে। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর সদর ও হাইমচর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং জেলা শহরের বিশিষ্টজনের উপস্থিতিতে শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এটি ছিলো বর্তমান পরিষদের তৃতীয় বাজেট।
নান্দনিক পৌরসভা গড়ার টার্গেট নিয়ে এবার ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সাধারণ নাগরিকের কথা চিন্তা করে মেয়র এই উন্নয়ন বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, পৌরবাসী তাদের প্রিয় জুয়েলকে নির্বাচনের সময় প্রাণ ঢেলে মন ভরে ভোট দিয়েছে। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। শুধু জিল্লুর রহমান জুয়েল নয়, তার পরিষদের আমাদের বিশজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৯জন বিপুল ভোটে জয়লাভ করে। পৌরবাসী মেয়রকে তাদের ভালোবাসায় বরণ করে নিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে তাকে সেভাবে বরণ করে নেয়া হয়নি। তারপরও মেয়রকে কেউ আটকে রাখতে পারেনি। তিনি কারো বাহ্বার জন্যে অপেক্ষা করেননি। নিজের উদ্যম ও সাহস নিয়ে পৌরবাসীর সেবায় হাসিমুখে কাজ করে চলেছেন। দায়িত্ব নেয়ার পর অনেক দেনা ছিলো পৌরসভার। তারপর করোনা মহামারীর ভয়াবহতা। বকেয়া পরিষদ এবং সেই অতিমারী কাটিয়ে চাঁদপুর পৌরসভার উন্নয়ন কাজকে এগিয়ে নেয়া তার পক্ষেই সম্ভব হয়েছে। আমার স্নেহের ছোটভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও তৎকালীন ছাত্রলীগের সভাপতি
মেয়র জিল্লুর রহমান জুয়েলকে ও তার পরিষদের সবাইকে নিরন্তন ভালোবাসা ও দোয়া রইল তাদের প্রতি।
মন্ত্রী আরো বলেন, আজকে চমৎকার একটি বাজেট উপস্থাপন করেছেন মেয়র। এ অনুষ্ঠানে এসে জানতে পারলাম, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমাদের মেয়র প্রমাণ করেছেন নিজস্ব অর্থ দিয়ে দাতার অর্থের সঙ্গে মিলিয়ে যদি আমরা কাজ করি সেখানে আমাদের কাজগুলো ভালো হয়, সম্প্রসারিত ও আরো বিস্তৃত হয়। সেই আত্মবিশ্বাস নিয়ে আমাদের মেয়র কাজ করে যাচ্ছেন।
শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুর পৌরসভার সকল উন্নয়ন কাজে আমার সম্পৃক্ততা এবং সহযোগিতা ছিলো এবং থাকবে। এমনকি ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টও পাশে থাকবে।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, পৌর অডিটোরিয়াম চালু করার চেষ্টা চলছে। চাঁদপুর শহর রক্ষা বাঁধ সংরক্ষণ প্রকল্প কাজটিও ইনশাল্লাহ হবে। এ মাসে শুরু হচ্ছে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল বন্দরের কাজ। এসবি খালসহ পৌর এলাকার যে খালগুলো রয়েছে হাতির ঝিলের আদলে চাঁদপুরকেও এগুলোর নেটওয়ার্কে গড়ে তোলা হবে এবং সেই কাজটি করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে করা যায়নি। চাঁদপুর শহর এলাকা থেকে রিভার ড্রাইভ করার পরিকল্পনা আছে সেই জালিয়ার চর পর্যন্ত।
আশা করি আগামী মেয়াদে আবারো আপনাদের সেবা করার সুযোগ পেয়ে এই কাজগুলো করবো।
দুই বছর আট মাস সময়ে বর্তমান পৌর পরিষদ সবকিছু মিলিয়ে ব্যাপক কাজ করেছে তাদের আরো অনেক কিছু করার আছে। আশা করি মেয়াদের বাকি সময়ে চাঁদপুরকে নতুন আঙ্গিকে গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করবো এজন্য পৌরবাসীর সহযোগিতা চাই। সাংবাদিক ব্যবসায়ী পেশাজীবীদেরও সহযোগিতা চাই। শিক্ষা প্রতিষ্ঠানেরও সহযোগিতা লাগবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে পৌর পরিষদের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে সুস্থ সুন্দর নান্দনিক চাঁদপুর গড়ে তুলি।
পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
আরো বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র এমএ লতিফ, প্রেসক্লাব সভাপতি এইচএম আহছান উল্লাহ ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানসহ পৌরসভার বিশিষ্ট নাগরিকগণ, সকল পর্যায়ের সাংবাদিক, পৌর পরিষদের কাউন্সিলর ও নারী কাউন্সিলর, পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর বাবু পাটোয়ারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

%d bloggers like this: